
গণফোরামের প্রতিষ্ঠাতা ও সংবিধান বিশেষজ্ঞ ড. কামাল হোসেন শারীরিক অসুস্থতা নিয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন। শুক্রবার (২ জানুয়ারি) দুপুরে ফুসফুসজনিত সমস্যা বেড়ে যাওয়ায় তাকে হাসপাতালে নেওয়া হয়।
গণফোরামের সাধারণ সম্পাদক ডা. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ড. কামাল হোসেন ফুসফুসজনিত সমস্যায় ভুগছেন। অসুস্থতা বেড়ে যাওয়ায় দুপুরে তাকে হাসপাতাল ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন। তার কিছু শারীরিক পরীক্ষা-নিরীক্ষা চলছে। বিস্তারিত ৪৮ ঘণ্টা পর জানা যাবে।
তিনি আরও জানান, ড. কামাল হোসেন সর্বশেষ গত বুধবার (৩১ ডিসেম্বর) মানিক মিয়া অ্যাভিনিউয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণ করেন।
৮৮ বছর বয়সী ড. কামাল হোসেন বাংলাদেশের রাজনীতির এক প্রবাদপ্রতিম ব্যক্তিত্ব। তিনি ১৯৭২ সালে বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।
আইএ/সকালবেলা